আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৮ ১১:১২
আপিলেও টিকল না দুলুর প্রার্থিতা
ভোরের বাংলা ডেস্ক
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র আপিলেও বাতিল হয়েছে। তিনি ফৌজদারি মালমায় সাজাপ্রাপ্ত থাকায় আপিল নামঞ্জুর করা হয়।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এজলাসে সাড়ে চারটার দিকে এই ঘোষণা দেয়া হয়।
মনোনয়ন বাতিল হওয়ার পর এজলাস থেকে বেরিয়ে সাংবাদিকদের রুহুল কুদ্দুস বলেন, ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হবে। সুপরিকল্পিতভাবে অমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি ন্যায় বিচার পাইনি।
