ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৮ ১১:৫১

আপিলেও মনোনয়ন ফিরে পেলেন না সাকার ছেলে

ভোরের বাংলা ডেস্ক
আপিলেও মনোনয়ন ফিরে পেলেন না সাকার ছেলে

একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়নপ্রত্যাশী সাকা চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

ওই আসনে মনোনয়নপত্র দাখিল করে ঋণখেলাপির জন্য প্রার্থিতার বৈধতা পাননি তিনি।

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি আজ দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনের (ইসি) অস্থায়ী এজলাসে এ শুনানি চলছে। এর আগে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে ৮০ প্রার্থী বৈধতা পান। বাতিল বা খারিজ হয় ৭৬ প্রার্থীর আবেদন।

উপরে