ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৫

সিরাজদিখানে আব্দুল্লাহ সমর্থকদের ঝাড়ু মিছিল

ভোরের বাংলা ডেস্ক
সিরাজদিখানে আব্দুল্লাহ সমর্থকদের ঝাড়ু মিছিল

মুন্সীগঞ্জ শাহ মোয়াজ্জেমকে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী শেখ মো. আব্দুল্লাহ সমর্থকরা। 

এসময়  আব্দুল্লাহ সমর্থকরা বলেন, ‘শাহ মোয়াজ্জেমকে আমরা মানি না মানব না, শেখ মো. আব্দুল্লাহকে বিএনপির মনোনয়ন দিতে হবে।’

শনিবার সকালে শাহ মোয়াজ্জেমকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিলও করেছেন স্থানীয় মহিলারা।পরে দুপুরে সিরাজদিখানের নিমতলা ও উপজেলা মোড়ে বিক্ষোভ করেন তারা।

এর আগে উপজেলার শেখরনগরের গোপালপুরে বেলা ১১ টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেখ মো. আব্দুল্লাহ, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের আমিন উদ্দিন চৌধুরী, নুর মোহাম্মদ, খোরশেদ আলম, সিদ্দিক মোল্লা, অহিদুল ইসলাম, শাহাদাত শিকদার, পার্থ প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

উপরে