যে কয়টি আসন পেল ঐক্যফ্রন্টের ৪ শরিক দল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের চার শরিক দলকে মোট ১৯ আসন দিয়েছে জোটের বৃহত্তম দল বিএনপি।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেনের গণফোরাম পেয়েছে ৭ আসন। মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য পেয়েছে ৫টি আসন ও আ স ম রবের জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জেএসডি) ৫ আসন দিয়েছে বিএনপি। এবং কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ পেয়েছে ২ আসন।
শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের মাইকে এ ঘোষণা দেয়া হয়।
৭ আসনে গণফোরামের প্রার্থীরা হলেন- কুড়িগ্রাম-৫ আসনে আমসা আমিন, পাবনা-১ আসনে আবু সাইয়িদ, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালেকুজ্জামান, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মহসিন মন্টু, মৌলভীবাজার-২ আসনে সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ ও হবিগঞ্জ-২ আসনে রেজা কিবরিয়া।
৫ আসনে নাগরিক ঐক্যের প্রার্থীরা হলেন- বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না, রংপুর-১ আসনে শাহ রহমত উল্লাহ, বরিশাল-৪ আসনে জেএম নুরুর রহমান, রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাব ও নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম।
৫ আসনে জেএসডির প্রার্থীরা হলেন- লক্ষ্মীপুর-৪ আসনে আসম আবদুর রব, কুমিল্লা-৪ আসনে আবদুল মালেক রতন, ঢাকা-১৮ আসনে শহীদউদ্দিন মাহমুদ, শরীয়তপুর-১ আসনে নুরুল ইসলাম ভোটে লড়বেন বলে জানা যায় ও কিশোরগঞ্জ-৩ আসনেও জেএসডির প্রার্থী লড়বেন বলে জানানো হয়েছে (কিশোরগঞ্জ-৩ আসনে মুহাম্মদ সাইফুল ইসলাম)।
২ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীরা হলেন- বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলের পক্ষ হয়ে লড়বেন তার মেয়ে ব্যারিস্টার কুড়ি সিদ্দিকী (টাঙ্গাইল-৮)। অপর আসনটি টাঙ্গাইল-৪। এ আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে দু’জন প্রার্থী আছেন। একজন কাদের সিদ্দিকীর ভাই আজাদ সিদ্দিকী অপরজন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। এদের মধ্যে যেকোনো একজন ধানের শীষ প্রতীক পাবেন। এটা রবিবার (৯ ডিসেম্বর) সিদ্ধান্ত হবে।
