ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫৬

সেনাবাহিনীর বাস্তব ভূমিকা দেখতে চান নজরুল ইসলাম খান

ভোরের বাংলা ডেস্ক
সেনাবাহিনীর বাস্তব ভূমিকা দেখতে চান নজরুল ইসলাম খান

দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী টহল দিচ্ছে। আমরা সেনাবাহিনীর কাছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাস্তব ভূমিকা দেখতে চাই’ বলে দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের  (বিএসপিপি) ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, সরকার বিরোধী দলের ওপর হামলা করেই ক্ষান্ত নয়, মামলাবাজেও পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার আমাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে নানাভাবে ষড়যন্ত্র করছে। বর্তমানে আমাদের ১৬ প্রার্থী কারাগারে রয়েছেন, ছয় জন প্রার্থীকে ইশতেহার ঘোষণার পরে আটক করা হয়েছে, আট প্রার্থীকে অবৈধ ঘোষণা করেছেন আদালত। অথচ বাংলাদেশের সংবিধানের  আইন তো এ রকম ছিল না।’

‘নির্বাচনী ইশতেহার ঘোষণার পরে সারা দেশে ৪ হাজার মামলা হয়েছে। এসব মামলায় লাখ লাখ নেতাকর্মীকে নামে-বেনামে আসামি করা হয়েছে।
পুলিশের আইজিকে উদ্দেশ্য করে নজরুল বলেন, ‘আপনি বলছেন, এই নির্বাচন হবে সর্বকালের সেরা নির্বাচন। আমরা এতটুকু চাই না, আমরা চাই শুধু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’
নেতাকর্মীদের প্রচার-প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন,  ‘আমাদের দুই শীর্ষনেতা মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণায় বারবার হামলা হয়েছে। সৈয়দ মুহাম্মদ ইবরাহীম ও ভোলা-৩ আসনের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিনসহ অনেক প্রার্থীর প্রচারণায় হামলা হয়েছে।’
‘চাঁদপুরে আমাদের এক প্রার্থীর বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে অভিযান চালিয়ে সেখানে কোনো অস্ত্র না পেয়ে প্রার্থীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। তার বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়ার ষড়যন্ত্র করছে।
সভায় অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।

উপরে