ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৯:৫৮

চাঁদপুরে বিএনপি প্রার্থীর প্রধান এজেন্ট আটক

ভোরের বাংলা ডেস্ক
চাঁদপুরে বিএনপি প্রার্থীর প্রধান এজেন্ট আটক

চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী (চিফ এজেন্ট) ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সলিম উল্যা সেলিমকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন থেকে বিজিবি ও পুলিশ সদস্যরা তাকে আটক করা হয়।

২০১৮ সালের ১১ নভেম্বর দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনে তাকে আটক দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিম। মামলা নম্বর ১৯।
তবে তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা জানা যায়নি।

এদিকে ধানের শীষ প্রার্থীর প্রধান সমন্বয়কারীকে আটকের ঘটনায় চাঁদপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেছেন দলীয় নেতা-কর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে থানায়।

উপরে