বিএনপির ভুল রাজনীতির জন্য কান্না হয়
বিএনপির রাজনীতিতে পরমতের প্রতি শ্রদ্ধা ও শিষ্টাচারের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের মাধ্যমে বিএনপি প্রধানমন্ত্রীর চায়ের নিমন্ত্রণ রক্ষা না করে শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে। তাদের মধ্যে শিষ্টাচারের অভাব রয়েছে। তারা নেতিবাচক রাজনীতি থেকে বেড় হয়ে আসতে পারেনি। ভবিষ্যতেও পারবে কী না সন্দেহ রয়েছে বলে তিনি জানন।
রোববার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ‘সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায়’ তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি ভুল রাজনীতি ও ভুল সিদ্ধান্তে আজও হাঁটছে। এভাবে চলতে থাকলে বিএনপির পরিণতি মুসলিম লীগের মতো হবে। দলটির (বিএনপি) নেতারা এখন যৌক্তিক কোন কথা বলে না। বিএপির জন্য কান্না হয়। যা মন চায় তাই বলছে দলটির নেতারা।
আওয়ামী লীগের আরেক যুগ্ম- সাধারণ ও শিক্ষামন্ত্রী দীপু মনি সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে স্মরণ করে বলেন, তিনি একজন সৎ, বিবেকবান দেশপ্রেমিক ও সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি জনগণের কথা ভাবতেন। সৈয়দ আশরাফ সল্পভাষী ছিলেন। তিনি কখনও কঠিন প্রশ্নের উত্তর ক্ষুব্ধ ভাবে দেননি।
শিক্ষা মন্ত্রী বলেন, উনার (সৈয়দ আশরাফ) গুণগুলো আমরা চর্চা করার চেষ্টা করি। তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। আমাদের জনগণের কথা ভেবে ইতিবাচক রাজনীতি করতে হবে। যেকোনো ত্যাগ স্বীকার প্রস্তুত থাকতে হবে।
