রাকসু-নির্বাচন-নিয়ে-সংলাপ-শুরু-বৃহস্পতিবার
রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের জন্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এদিন বিকেল সাড়ে তিনটায় ছাত্র ফেডারেশনের সঙ্গে সংলাপে বসবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রাকসু নির্বাচন সংলাপ কমিটি। সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের রাকসু সংলাপ কমিটির এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র সংগঠনগুলোর কমিটি ও গঠনতন্ত্র নেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাকসু সংলাপ কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। অধ্যাপক লুৎফর রহমান বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি ছাত্র ফেডারেশনের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে।
এদিন বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে তাদের সঙ্গে আমরা সংলাপে বসবো। এরপর ১২ ফেব্রুয়ারি ছাত্র মৈত্রীর সঙ্গে সংলাপ হবে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি ছাত্র সংগঠনের সঙ্গে আমরা সংলাপ করব। অন্য সংগঠনগুলোর সঙ্গে সংলাপের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
এ বিষয়ে রাকসু সংলাপ কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু সাঈদ মো. নাজমুল হায়দার বলেন, যেসব ছাত্রসংগঠন তাদের গঠনতন্ত্র ও কমিটি তালিকা জমা দিয়েছে তা আমরা পর্যালোচনা করেছি। এখন ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে রাকসু নির্বাচনের একটি উপযুক্ত পরিবেশ আমরা তৈরী করব।
