ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:২৬

‘জামায়াতের অর্থায়নে তারেক রহমান লন্ডনে বসে অরাজকতার নির্দেশ দিচ্ছেন’

অনলাইন ডেস্ক
‘জামায়াতের অর্থায়নে তারেক রহমান লন্ডনে বসে অরাজকতার নির্দেশ দিচ্ছেন’
চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিক নেতা মুহম্মদ শফিকুর রহমান

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিক নেতা মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, এ দেশে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপন করেছিলেন জেনারেল জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষভাবে সেই বিষবৃক্ষ উপড়ে ফেলতে সক্ষম হয়েছেন।

দীর্ঘ চার দশক ধরে সংসদের প্রেস গ্যালারী থেকে রিপোর্টিং করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ৩০ ডিসেম্বরের সুষ্ঠু নির্বাচন নিয়ে একটি মহল মিথ্যাচার শুরু করেছে। বিশ্বের সব দেশের নেতা যখন শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন, তখন ষড়যন্ত্রকারী আস্তে আস্তে নিজেদের গুটিয়ে নিচ্ছে।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রথম অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় শফিকুর রহমান এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে দ্রুত ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।

তারেক রহমান জামায়াতের অর্থায়নে লন্ডনে বিভিন্ন সভা সমাবেশ থেকে অরাজকতার নির্দেশ দিচ্ছেন দাবি করে শফিকুর রহমান বলেন, যেকোনো উপায়ে তারেককে ফিরিয়ে আনুন, তার বেয়াদবি আর সহ্য হচ্ছে না।

এরপর তিনি টেলিভিশনের টকশোতে আসা ব্যক্তিবর্গদের উদ্দেশ্যে বলেন, ‘শেখ হাসিনার চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর টকশোতে গণতন্ত্র ছাড়া উন্নয়ন হবে না বলা কিছু বুদ্ধিজীবীদের এখন আর দেখা যাচ্ছে না।’

শফিকুর রহমান জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবারের মতো চাঁদপুর-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

উপরে