ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:৫৯

খালেদা জিয়ার জামিন নিয়ে লুকোচুরি খেলছে সরকার: রিজভী

অনলাইন ডেস্ক
খালেদা জিয়ার জামিন নিয়ে লুকোচুরি খেলছে সরকার: রিজভী

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন নিয়ে লুকোচুরি খেলছে সরকার বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ।

এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও কারাবন্দি হাজার হাজার নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।

রিজভী বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার চোখেও প্রচণ্ড ব্যথা, পা ফুলে গেছে। অথচ তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না। 

রিজভী আরো বলেন, কিছু দিন ধরে নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের নিচতলায় ছোট্ট একটি কক্ষে অস্থায়ী ‘ক্যাংগারু’ আদালত সাজিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে সেখানে টেনে এনে জোর করে বিভিন্ন ভুয়া মামলায় শুনানি করা হচ্ছে। আপিল বিভাগ জামিন দিলে নিম্নআদালত আরেকটি মামলায় জামিন আটকে দিচ্ছেন। এমনই করে পার হয়ে গেছে একটি বছর।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এবার ক্ষান্ত দেন, অসুস্থ খালেদা জিয়ার ওপর আর জুলুম করবেন না।

উপরে