আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৫৯
প্রধানমন্ত্রী স্বপ্ন নিয়ে জেগে আছেন বলেই বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমায়, বললেন সেতুমন্ত্রী
অনলাইন ডেস্ক
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেত্রী স্বপ্ন নিয়ে জেগে আছেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমায়। এটাই হচ্ছে বাস্তবতা। রোববার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বোরিং কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানের ২য় পর্বে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গত ৪৩ বছরের সবচেয়ে সৎ রাজনীতিবিদের নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। গত ৪৩ বছরের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। স্বপ্নের রূপকার শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই কর্ণফুলীর তলদেশে যে টানেল তার নামকরণ হয়েছে চট্টগ্রামবাসীর বারে বারে অনুরোধের প্রেক্ষিতে।
