ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১ মার্চ, ২০১৯ ১১:৩৮

আওয়ামী লীগের বিরাট ভাগ্য যে তাদের বিরোধী দল হচ্ছে বিএনপি, বলেছেন ড. সা’দত হুসাইন

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের বিরাট ভাগ্য যে তাদের বিরোধী দল হচ্ছে বিএনপি, বলেছেন ড. সা’দত হুসাইন

 সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন বলেছেন, আওয়ামী লীগ দলের বিরাট ভাগ্য যে তাদের বিরোধী দল হচ্ছে বিএনপি। কারণ তারা বিভিন্নভাবে দুর্বল পার্টি। তাদের অনেক ধরনের ভুল-ভ্রান্তি হয় বলে শাসক দল সুবিধা নিতে পারে। সময় টেলিভিশনে বৃহস্পতিবার রাতে ‘সম্পাদকীয়’ টকশোতে তিনি এসব কথা বলেন।

সিটি নির্বাচনের কথা উল্লেখ করে ড. সা’দত হুসাইন বলেন, এই নির্বাচনের কে জিতবে, এই বিষয়টি নিয়ে বুকে লোকটিও জানেন। কি রকমভাবে জিতবে সেটা নিয়েও লোকজন খুব একটা সন্দেহ করেনি। যার জন্য আমাদের নির্বাচনের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। নির্বাচন হবে, কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা, প্রশ্ন থেকেই যায়। সেখান থেকেই সন্দেহের একটি জায়গা তৈরি হয়েছে।

তিনি বলেন, যে জিতে সে তো বলবেই প্রতিদ্বন্দ্বী থাকলে ভালো হতো। খালি মাঠে গোল করতে ভালো লাগে না। এগুলো মুখে বলবে। কিন্তু যে নির্বাচন করে সে মনে মনে খুবই খুশি হয়। যে খালি মাঠে গোল করেছি জিতবো নিশ্চিন্ত। কিন্তু প্রতিদ্বন্দ্বি থাকলে একটু ভয় থাকে। তবে এখন খালি মাঠে যে জিতে তার জন্য আনন্দ আছে। এভাবে যদি খালি মাঠে গোল হতে থাকে তাহলে এক সময় দ্বন্দ্বযুদ্ধ বন্ধ হয়ে যাবে।

উপরে