ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১ মার্চ, ২০১৯ ১৫:২৬

ভোটার ছিল না, তবুও লাখ লাখ ভোট পড়েছে : খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক
ভোটার ছিল না, তবুও লাখ লাখ ভোট পড়েছে :  খন্দকার মোশাররফ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল না, তারপরও লাখ লাখ ভোট পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

মোশাররফ হোসেন বলেন, ‘সিটি নির্বাচনে কোনো ভোটার উপস্থিতি ছিল না, তারপরও লাখ লাখ ভোট পড়েছে। এ থেকে বোঝা যায় উত্তর সিটি নির্বাচনে একটা ভোট নাটক হলো মাত্র।’

একাদশ সংসদ নির্বাচনের মত সিটি নির্বাচনেও গোপনে ভোটবাক্স ভর্তি করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।

জনগণ উত্তর সিটি নির্বাচন প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, ‘জনগণ উত্তর সিটি নির্বাচন প্রত্যাখ্যাত করেছে। জনগণ যে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর ভোট চায় না সিটি নির্বাচনের অনুপস্থিতি তাই প্রমাণ করে।’

একইসঙ্গে ভোটের অধিকার ক্ষুন্ন করে ভোটার দিবস পালনকে হাস্যকর বলে আখ্যা দেন মোশাররফ হোসেন।

উপরে