ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৪ মার্চ, ২০১৯ ১২:০০

স্কাইপি বৈঠকে না আসায় জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

অনলাইন ডেস্ক
স্কাইপি বৈঠকে না আসায় জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্কাইপিতে মতবিনিময়সভায় কোনো প্রতিনিধি অংশ না নেওয়ায় নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

শনিবার (২ মার্চ) এই কমিটি বিলুপ্ত করা হয়। দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংগঠনিক স্থবিরতা ও বিশৃঙ্খলার কারণে দলটির নীলফামারী জেলা কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।

জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্কাইপিতে মতবিনিময়সভায় অংশ নিতে আমন্ত্রিতদের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঠাকুরগাঁও জেলা কমিটির নেতারা উপস্থিত হলেও নীলফামারী জেলার কোনো প্রতিনিধি অংশ নেননি। 

এরপরই দলীয় সীদ্ধান্তে এই কমিটি বিলুপ্ত করা হয়। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অতি শীঘ্রই আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে। 

আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত নীলফামারী জেলা বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

উপরে