ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১৮:৩৬

বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা মঙ্গলবার

ভোরের বাংলা ডেস্ক
বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা মঙ্গলবার

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য হবে।

ওই দিন বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নেতারা ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা এ আলোচনা সভায় বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলোচনা সভায় যোগ দেয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

উপরে