ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৯ জুন, ২০২০ ১২:৪১

এমপি রণজিত কুমার করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
এমপি রণজিত কুমার করোনায় আক্রান্ত


যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার নভেল করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ এসেছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে জানানো হয়েছে, এমপি রণজিত কুমার কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তাকে রাতেই যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
কয়েক দিন ধরে রণজিত কুমার জ্বরে ভুগছিলেন। পরে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।

উপরে