ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৩ জুন, ২০২০ ১৮:৩২

বাসদের কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম গঠিত

বাসদের কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম গঠিত


অনলাইন ডেস্ক
কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব এবং রাষ্ট্রীয় চরম অব্যবস্থাপনার ফলে জনজীবন আজ বিপর্যস্ত। এই পরিস্থিতিতে দেশের শ্রমজীবী মানুষের পাশে সাধ্যানুযায়ী দাঁড়ানো, তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার চেষ্টা এবং বিপ্লবী পার্টি গড়ে তোলার  অভ্যন্তরীণ সংগ্রাম পরিচালনার জন্যে একটি 'কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম' গঠন করা হয়েছে। 
কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তীকে সমন্বয়ক করে ৩৯ সদস্য বিশিষ্ট এই ফোরামটি বর্তমান পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনা করবে। 
উল্লেখ্য, কোভিড -১৯ সংক্রামণ পরিস্থিতির আগেই বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী এবং কেন্দ্রীয় নির্বাচিত ফোরামের ১৬ জন সদস্য বাংলাদেশে পুঁজিবাদবিরোধী সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে একটি নতুন বিপ্লবী দল গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছিলেন। বিদ্যামান অস্বাভাবিক পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে তা শুরু করা সম্ভব হয়নি। এরমধ্যে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তাও বলা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতির মধ্যেই দল গড়ে তোলার  প্রক্রিয়াটি এগিয়ে নেয়ার এই প্রচেষ্টা অব্যহত থাকবে। ভবিষ্যতে সারাদেশের অসংখ্য কর্মী সমর্থকদের সাথে মতবিনিময় আলাপ-আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব নতুন পার্টি প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হবে। 

উপরে