ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৬ জুলাই, ২০২০ ১৮:৪৪

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি সাহারা খাতুন

নিজস্ব প্রতিবেদক
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি সাহারা খাতুন


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে। সেখানকার বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে।
সোমবার দুপুর ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাহারা খাতুনকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যাংককে রওনা হয়।
সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারি মজিবুর রহমান জানান, চিকিৎসকদের পরামর্শক্রমে তাকে ব্যাংককে নেওয়া হয়েছে।
সাহারা খাতুন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। কিছুদিন ধরে আইসিইউতে ছিলেন তিনি। এরপর গত ২৪ জুন মেডিকেল বোর্ড জানায় উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে বিদেশ নেওয়া যেতে পারে।

উপরে