পাকিস্তানের বিপক্ষে খেলছেন না এনগিদি
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে গিয়েই বিপত্তি বাধলো দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিদির। ডান হাঁটুর ইনজুরিতে পড়লেন তিনি। ইনজুরিটা এতই মারাত্মক যে, আগামী তিনমাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার ফলে আগামী গ্রীষ্মে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার সম্ভাবনাময়ী এই পেসার।
শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে সিরিজই নয়, এনগিদি খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকায় চলমান এমজানসি সুপার লিগেও। টিসোয়ানস স্পার্টান্সের হয়ে খেলছিলেন এনগিদি।
দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মাজুসি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বেকায়দায় পড়ে যান এনগিদি। যাতে হাঁটুতে খুব ব্যাথা পান তিনি। এরপরই তাকে পাঠানো হয় একজন বিশেষজ্ঞের কাছে। তার হাঁটুতে পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হচ্ছে। সেখানেই দেখা গেছে, ডান হাঁটুর লিগামেন্ট মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।’
মাজুসি আরও বলেন, ‘ইনজুরির গুরুত্ব অনুধাবন করে বলে দেয়া যায়, কম করে হলেও ১২ সপ্তাহ মাঠে নামতে পারবেন না তিনি। এরপর যেতে হবে রিহ্যাবে। এরপরই হয়তো বা ভালোভাবে আবার মাঠে ফিরে আসতে পারবেন তিনি।’
২২ বছর বয়সী লুঙ্গি এনগিদি অভিষেকের পর থেকেই সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তার অসাধারণ বোলিং প্রতিভা দিয়ে। গত বছর তো দক্ষিণ আফ্রিকার সেরা উইকেট শিকারী ছিলেন তিনি। ওয়ানডেতে গত এক বছরে ২৬টি উইকেট নিয়েছেন তিনি। ইনজুরির কারণে আগামী বিশ্বকাপে তার খেলা নিয়েই সংশয়ে পড়ে গেলো দক্ষিণ আফ্রিকা।
