আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮ ১০:১২
দ্বিতীয় দফায় স্থগিত লিবার্তেদোরেস ফাইনাল
অনলাইন ডেস্ক
কোপা লিবার্তেদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার। কিন্তু বোকা জুনিয়র্সের টিম বাসে রিভার প্লেট সমর্থকরা হামলা চালালে ২৪ ঘন্টা পিছিয়ে দেয়া হয় ম্যাচটি। সেই হিসেবে রোববার রাতে সেটি মাঠে গড়ানোর কথা। আর্জেন্টিনার এল মনুমেন্টাল স্টেডিয়ামে দর্শকরাও হাজির হয়েছিলেন। তবে আবারও তাদের হতাশ হয়েই ফিরে যেতে হয়েছে। কারণ, বোকা জুনিয়র্সের টিম ম্যানেজমেন্টের অনুরোধে দ্বিতীয় দফায় ম্যাচটি স্থগিত করেছে কনমেবল।
শনিবার ফাইনাল খেলার উদ্দেশে আর্জেন্টিনার স্টেডিয়াম এল মনুমেন্টালে যাওয়ার পথে রিভার প্লেট সমর্থকদের হামলায় কার্লোস তেভেজসহ বোকা জুনিয়র্সের বেশ কয়েকজন খেলোয়াড় আহত হন। তাদের হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে। শারীরিকভাবে তো বটেই মানসিকভাবেও তারা খেলার জন্য প্রস্তুত ছিলেন না। যে কারণে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের কাছে তারা ম্যাচটি পিছিয়ে দেয়ার অনুরোধ জানায়। কনমেবল তাদের অনুরোধ রেখেছে। আগামীকাল (মঙ্গলবার) প্যারাগুয়েতে এক জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছে। সেখানে ফাইনালের নতুন দিন-তারিখ ঘোষণা হবে বলে জানা গেছে।
এই প্রসঙ্গে কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডমিনগেজ বলেছেন, ‘আমরা এখন লজ্জাজনক পরিস্থিতিতে আছি। বিশ্বের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছি। আমরা তো এমন ফুটবল চাইনি! শিগগিরই দুই ক্লাবের সভাপতির সঙ্গে বৈঠক করে ম্যাচটা কিভাবে সুস্থভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
