মৌসুম শেষে চেলসি ছাড়তে পারি: হ্যাজার্ড
চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন ইডেন হ্যাজার্ড- গুঞ্জনটা শোনা গিয়েছিল গত দলবদল মৌসুমেই। তবে বেলজিক তারকা স্টামফোর্ড ব্রিজ ছেড়ে যাননি। চলতি মৌসুমে তিনি ব্লুজদের হয়েই মাঠ কাঁপাচ্ছেন। কিন্তু এবারই হয়ত শেষ, আগামী মৌসুমে লন্ডনে নাও দেখা যেতে পারে তাকে। ইঙ্গিতটা দিয়েছেন হ্যাজার্ড নিজেই।
বর্তমান সময়ের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার হ্যাজার্ডের প্রতি আগ্রহ আছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইরও (পিএসজি)। বেলজিক তারকা এই আগ্রহের কথা স্বীকার করেছেন। তবে পিএসজিতে যোগ দেয়ার সম্ভাবনা নেই বলেই নিশ্চয়তা দিয়েছেন তিনি, ‘পিএসজি আমাকে প্রস্তাব করেছিল। আমি প্ররোচিত হইনি। যদি আমি কখনো লিগ ওয়ানে ফিরে যাই তবে লিলেতেই যাব। তবে এই মুহূর্তে সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।’
উল্লেখ্য, ফরাসি ক্লাব লিলের হয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন হ্যাজার্ড। ২০০৭ সালে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তার। খেলেছেন ২০১২ সাল পর্যন্ত। এরপর নাম লেখান চেলসিতে। ইংলিশ ক্লাবটির হয়ে এই পর্যন্ত ২২০ ম্যাচে ৭৬ গোল করেছেন হ্যাজার্ড। জিতেছেন দুটি প্রিমিয়ার লিগসহ একটি উয়েফা ইউরোপা লিগ শিরোপা।
