ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৮ ১০:৩৬

বার্সেলোনাকে টপকে শীর্ষে সেভিয়া

ভোরের বাংলা ডেস্ক
বার্সেলোনাকে টপকে শীর্ষে সেভিয়া

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে বার্সেলোনার ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ আসে সেভিয়ার সামনে। সুযোগটা ভালোভাবেই কাজে লাগালো দলটি। রোববার রাতে ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়ে বার্সাকে হাটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের চূড়ায় ওঠে গেছে তারা।

সেভিয়ার পক্ষে ৩০তম মিনিটে জয়সূচক গোলটি করেছেন আন্দ্রে সিলভা। লা লিগায় এটি তাদের অষ্টম জয়। ১৩ রাউন্ড শেষে যা সর্বোচ্চ। ৭ জয় নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা।

মৌসুমের শুরুতেই দারুণ জমে ওঠেছে লা লিগার লড়াই। ছোট দলগুলো হারিয়ে দিচ্ছে বড়দের। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার একক আধিপত্য এবার দেখা যাচ্ছে না। লিগ টেবিলের শীর্ষ ৬ দলের মধ্যে মাত্র ৬ পয়েন্টের ব্যবধান! ১৩ রাউন্ড শেষে ২৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে সেভিয়া। দুইয়ে থাকা বার্সার পয়েন্ট  ২৫, তিনে থাকা অ্যাটলেটিকোর ২৪। ২৩, ২১ আর ২০ পয়েন্ট নিয়ে যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আলাভেস, এস্পানিওল আর রিয়াল।

উপরে