আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮ ১০:১৪
বার্সার নতুন দুশ্চিন্তা সুয়ারেজের চোট
ভোরের বাংলা ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে ম্যাচের আগে বার্সা শিবিরে নতুন দুশ্চিন্তার নাম লুইস সুয়ারেজ। হাঁটুতে চোট পেয়েছেন তিনি। এক চোটে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই উরুগুয়ে স্ট্রাইকার।
লা লিগায় গত শনিবার রাতে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ ড্র ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন সুয়ারেজ। তবে তার ছিটকে যাওয়ার বিষয়টি কেউ ধারনা করেনি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডাচ ক্লাব পিএসভির মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচের জন্য দল ঘোষণার পরেই সুয়ারেজের চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
শুধু সুয়ারেজ নয় বার্সেলোনা শিবিরে চোটের তালিকায় আছেন সের্জিও রবের্তো, গোলরক্ষক ইয়াসপার সিলেসেন এবং মিডফিল্ডার আর্থার। শনিবার ওয়ার্ম-আপের সময় ঊরুতে চোট পান ইয়াসপের সিলেসেন। তিন সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ডাচ এই গোলরক্ষককে। তার আগে বাঁ হাটুর চোটে ছিটকে গেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া। তার পায়ে অস্ত্রোপচার করানো হবে। আর হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন রর্বেতো।
