ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১১:০২

ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাশরাফিকে ছাড়িয়ে মিরাজ

ভোরের বাংলা ডেস্ক
ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাশরাফিকে ছাড়িয়ে মিরাজ

মেহেদী হাসান মিরাজের স্পিন বিষে নীল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।১৬ ওভার বোলিং করে ৫৮ রান খরচায় মিরাজ একাই নিয়েছেন ৭ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিনি উইকেট শিকারে পেছনে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজাকে।

৩৬ টেস্টে ৫১ ইনিংসে ৭৮ উইকেট নিয়েছিলেন মাশরাফি। মাত্র ১৮ টেস্ট আর ৩২ ইনিংসেই ৭৯ উইকেট হয়ে গেল মিরাজের। বাংলাদেশের পক্ষে টেস্টে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এখন তিনি। 

টেস্টে এটি মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৬ সালে মিরপুরেই ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৭৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ৩২ ইনিংসে মোট ৬ বার ইনিংসে পাঁচ কিংবা তার চেয়ে বেশি উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন মিরাজ।

উপরে