আইপিএলে ৭০ আসনের বিপরীতে ১০০৩ আবেদন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলামের জন্য মোট ১০০৩ জন ক্রিকেটার আবেদন করেছে। এর মধ্যে নিলামে দল পাবেন ৭০ জন। ১০০৩ জনের মধ্যে বিদেশি ক্রিকেটার ২৩২ জন। বাংলাদেশ থেকে এবার মোট ১০ জন ক্রিকেটার আইপিএলের নিলামের জন্য আবেদন করেছেন।
আইপিএলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ভারতের নয়টি রাজ্য অরুণাচল প্রদেশ, বিহার, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, উত্তরাখ- ও পুডুচেরির খেলোয়াড়রা নিলামের জন্য আবেদন করেছেন। আগামী ১৮ ডিসেম্বর জয়পুরে অনুষ্ঠিত হবে নিলাম।
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা জমা দিতে হবে। এরপর নিলামের জন্য চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। আইপিএলের গত আসর থেকে বাংলাদেশ থেকে দুইজন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। সাকিব আল হাসান খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। এবারও সাকিবকে ধরে রেখেছে দলটি। অন্যদিকে, মোস্তাফিজুর রহমান খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। কিন্তু মোস্তাফিজকে এবার ছেড়ে দিয়েছে মুম্বাই।
