ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৬ মে, ২০২০ ১৬:৫১

এক ঘণ্টা পেলেই ৪০০ করে ফেলতাম : ইনজামাম

খেলা ডেস্ক
এক ঘণ্টা পেলেই ৪০০ করে ফেলতাম : ইনজামাম


টেস্ট ক্রিকেটে পাকিস্তানের পক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছেন চারজন ব্যাটসম্যান। তবে এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি ১৯৫৮ সালে করা হানিফ মোহাম্মদের ৩৩৭ রানের রেকর্ড। খুব কাছাকাছি গিয়েছিলেন ইনজামাম উল হক। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোর টেস্টে ৩২৯ রান করেছিলেন ইনজামাম। কিন্তু অপরপ্রান্তে কোন ব্যাটসম্যান বাকি না থাকায় ইনিংসটি আর বড় করতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক। তার বিশ্বাস, সেদিন আর মাত্র ১ ঘণ্টা পেলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০ করতে পারতেন। সেই ম্যাচের প্রায় ১৮ বছর পর নিজের সেরা ইনিংসটির স্মৃতিচারণ করেছেন ইনজামাম। সেদিন ইনিংসের ১৩তম ওভারে চার নম্বরে ব্যাট করতে নেমে, ১৫৮তম ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছিলেন ইনজি। মাঝের সাড়ে নয় ঘণ্টায় ৪৩৬ বল মোকাবিলা করে ৩৮ চার ও ৯ ছয়ের মারে ৩২৯ রান করেন ইনজামাম। সেঞ্চুরি করেছিলেন ওপেনার ইমরান নাজিরও (২০৩ বলে ১২৭)। পাকিস্তান দাঁড় করায় ৬৪৩ রানের সংগ্রহ। পরে জয় পায় ইনিংস ও ৩২৪ রানের বড় ব্যবধানে। নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে ইনজামাম বলেছেন, ‘৩২৯ রানের ইনিংসটি খুবই স্মরণীয়। কারণ সেটিই আমার সবচেয়ে বড় ইনিংস। সেদিন খুবই গরম ছিল। ইমরান নাজিরও সেঞ্চুরি করেছিল। আমাদের অবস্থান বেশ ভালো ছিল। আমি নিজের ইনিংস এগিয়ে নিচ্ছিলাম আর কিউই ক্রিকেটাররা ক্লান্ত হচ্ছিল। আমার ৩০০ হওয়ার পর তাদের ভাবটা ছিল, তুমি যত করার ইচ্ছে করো, আমাদের যেতে দাও।’
এসময় ৪০০ করতে না পারার আক্ষেপ জানিয়ে তিনি বলেন, ‘যদি আমার সঙ্গে একজন ব্যাটসম্যান থাকত কিংবা আমাদের ৫-৬ উইকেট থাকত তখন, তাহলে একটা বিশ্বরেকর্ড করতে পারতাম। তখন অনেক সময় ছিল হাতে এবং রানও খুব দ্রুত আসছিল। আমি হয়তো ৪০০’র বেশিও করতে পারতাম। আমার তখন শুধু এক ঘণ্টা দরকার ছিল বিশ্বরেকর্ড গড়ার জন্য।’

উপরে