ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৯ মে, ২০২০ ১৭:০৩

সেদিন ৩২ কোটি গালি একবারে খেয়েছি: তামিম

খেলা ডেস্ক
সেদিন ৩২ কোটি গালি একবারে খেয়েছি: তামিম


গত দুই ওয়ানডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়েছেন তামিম ইকবাল। ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দিকে ছেড়ে দিয়েছিলেন ক্রিস ওকসের ক্যাচ আর সবশেষ আসরে তার হাত থেকে পড়েছে রোহিত শর্মাকে আউট করার সুযোগ। অস্ট্রেলিয়াতে হওয়া ২০১৫ সালের বিশ্বকাপে ওকসের ক্যাচ মিসের মাশুল দিতে গিয়ে ম্যাচ হারতে হয়নি, পরের ওভারেই বাংলাদেশকে জিতিয়ে দিয়েছিলেন পেসার রুবেল হোসেন। তবে ক্যাচ ছাড়ার পর তামিম একসঙ্গে হজম করেছিলেন ৩২ কোটি গালি।
সেদিনের সেই ক্যাচ মিস করা নিয়ে তামিম বলেন, ‘২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আমি ওকসের ক্যাচটা ছেড়েছিলাম তাসকিনের বলে, যে সময় খেলাটা খুব জমে গিয়েছিল। ক্যাচটা ছাড়ার পর আমার মনে হচ্ছিল, মাটি দুই ভাগ হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই, আমাকে কেউ আর দেখার দরকার নাই। আমি ওই মুহূর্তে একসঙ্গে ৩২ কোটি গালি খেয়েছি। ৩২ কোটি কারণ, বাংলাদেশের ১৬ কোটি মানুষ, একটা করে গালি তো দেয়নি, দুইটা করে দিয়েছে সবাই।’ তামিম আরও বলেন, ‘সবাই জেতার পর রুবেলের পেছনে জয়ের আনন্দে দৌঁড়েছে। আমি রুবেলের পেছনে দৌঁড়েছি বেঁচে যাওয়ার আনন্দে! যদি ওই ম্যাচ হারতাম আমার আর দেশে আসা হতো না।’ গতকাল শুক্রবার (৮ মে) রাতে জাতীয় দলের দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেলের সঙ্গে দেয়া লাইভ আড্ডার একপর্যায়ে যুক্ত করা হয় অলরাউন্ডার নাসির হোসেনকে। তিনিই তোলেন ইংল্যান্ডের বিপক্ষে ক্যাচ মিসের প্রসঙ্গটা।
বিশ্বকাপে ক্যাচ ছাড়া নিয়ে তামিম ফেসবুক লাইভে আরও বলেন, ‘আল্লাহই জানে, কেন বিশ্বকাপ আসলেই আমার কাছ থেকে ক্যাচ ছুটে যায়! এবারও (২০১৯) বিশ্বকাপে ক্যাচ ছুটে গেছে। আশা করি, ২০২৩ বিশ্বকাপ যদি খেলতে পারি, তাহলে একবারে সব পুষিয়ে দিব।’

উপরে