ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১০ মে, ২০২০ ১৭:১৬

মোনেম মুন্নার একটি জার্সি নিলামে তুলে দুইটি বিক্রি

খেলা ডেস্ক
মোনেম মুন্নার একটি জার্সি নিলামে তুলে দুইটি বিক্রি


করোনায় দেশের অর্থনীতির চাকা একবারে থেমে গেছে। ফলে দেশের দিন মজুর ও অসহায় দরিদ্রদের জীবন হয়ে পড়েছে দুর্বিষহ। দেশের সে সকল অসহায় মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছে দেশের ক্রীড়াঙ্গনের তারকারা। নিজেদের ব্যবহিত ঐতিহাসিক জার্সি, ব্যাট, বল, ক্যাপ ইত্যাদি নানা দ্রব্যাদি ইতিমধ্যেই নিলামে তুলেছে তারা। নিলামে উঠেছিল মোনেম মুন্নার প্রেসিডেন্ট গোল্ডকাপ জেতা ‘২ নম্বর’ জার্সিটিও। সেটির সঙ্গে বিক্রি হয়েছে আবাহনীর হয়ে খেলার সময় মোনেম মুন্নার আরও একটি জার্সি। দুটি জার্সি বিক্রি হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকায়। ‘অকশন ফর ফোর অ্যাকশন’ নামে একটি ফেসবুক পেইজ থেকে শনিবার (৯ মে) রাতে নিলামে বিক্রি হয় মুন্নার জার্সি দুইটি। নিলামের শুরুতে লাল দলের হয়ে গায়ে চাপানো জার্সিটির মূল্য নিয়ে আলোচনা চলতে থাকে। এরই এক ফাঁকে আবাহনীর জার্সিটির প্রসঙ্গ আসে। তাৎক্ষণিককভাবে এই্চএসবিসি ব্যাংকের সিইও মাহবুব উর রহমান তার প্রিয় দল আবাহনীর জার্সি কিনতে আগ্রহ প্রকাশ করেন। লাইভ অনুষ্ঠানে অন্য প্রান্তে প্রয়াত মুন্নার স্ত্রী ইয়াসমিন সুরভি তাতে সায় দেন। এছাড়া লাল দলের জার্সিটি কিনেছে কার্নিভাল ইন্টারনেট বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান। দুটি জার্সি থেকে পাওয়া টাকা পুরো টাকাই করোনা অসহায় হয়ে পড়াদের সাহায্যার্থে ব্যয় হবে। এই নিলাম প্রক্রিয়ায় এসে আড্ডায় মেতেছিলেন প্রয়াত মুন্নার সতীর্থ সাবেক তারকা ফুটবলার শেখ মো: আসলাম,সত্যজিৎ দাশ রুপু ও কায়সার হামিদ। প্রয়াত তারকা ফুটবলার মোনেম মুন্নার স্ত্রী ইয়াসমিন সুরভি আগেই বলছিলেন, ‘আজ মুন্না বেঁচে থাকলে করোনাদুর্গতের জন্য আরও বেশি কাজ করতে পারতো।’ 
নিলামের অনুষ্ঠানেও সেই কথাই আবারও উচ্চারিত হয়েছে তার কণ্ঠে। কিডনি জটিলতায় ভুগে ২০০৫ সালে অকালপ্রয়াত মুন্নার খেলোয়াড়ি জীবনের আটটি জার্সি ও এক জোড়া বুট ইয়াসমিন সুরভির সংগ্রহে ছিল। সেখান থেকে এই দুটি জার্সি তুলে দিলেন নিলামে, যা এতদিন আঁকড়ে ছিলেন স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে। এভাবে জার্সি বিক্রি করতে পেরে খুশি সুরভি। নিলামের অনুষ্ঠানে তিনি বলছিলেন, ‘হঠাৎ করে আমাকে একজন মেসেজ দিয়ে বললো করোনাভাইরাসের মধ্যে দেশের মানুষের জন্য কিছু একটা করা যায় কি না। সেই থেকে জার্সি নিলামের ওঠানোর সিদ্ধান্ত নিই।’ সুরভি বলেন, ‘সারাদেশেই মুন্নার সমর্থক আছে। তবে নারায়ণগঞ্জের বন্দরে তার নামে স্মৃতি সংসদ আছে। সেই ব্যানারে করোনাদুর্গত লোকজনদের সাহায্য করা হচ্ছে। আমি চাইবো নিলামের টাকা দিয়ে সেখানে আরও বড় আকারে কিছু করতে।’

উপরে