ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৬ মে, ২০২০ ১৬:৪৫

লকডাউনের পর কবে শুরু কোন লিগ?

নিজস্ব প্রতিবেদক
লকডাউনের পর কবে শুরু কোন লিগ?

 

ইংলিশ প্রিমিয়ার লিগের সবকয়টা দল ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, মে মাসেই ট্রেনিং শুরু করবে তারা। জুনে শুরু ইপিএল। সরকারি নির্দেশও সেইরকম। ফুটবলারদের শরীর-স্বাস্থ্যের কথা মাথায় রেখে দর্শকশুন্য মাঠে খেলা হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কোথায় কবে মাঠে বল গড়াবে।
স্পেন: ১২ জুন থেকে লা লিগা শুরু হচ্ছে। তবে প্রথম ডিভিশন ও দ্বিতীয় ডিভিশনের দলগুলোকে স্পষ্ট বলা হয়েছে, সরকারি বিধিনিষেধ মেনে প্র্যাকটিস করতে হবে। নাহলে লিগ শুরু অসম্ভব।

ইতালি: সিরি আ শুরু করা নিয়ে সংশয় তুঙ্গে। ক্লাবগুলো একমত নয়। তবে ১৮ মে থেকে দলগুলো প্র্যাকটিসে নেমে পড়তে পারে। ক্রীড়ামন্ত্রী ক্লাবগুলোর স্বাস্থ্য বিষয়ক দিক দেখে খুব একটা খুশি নন।

ফ্রান্স: ঘোষণা হয়ে গিয়েছে পিএসজি চ্যাম্পিয়ন। ইউরোপা লিগে খেলা নিশ্চিত না হওয়ায় সিদ্ধান্ত মানতে নারাজ অলিম্পিক লিয়ন। ঠিক তেমনি অবনমনে যাওয়া দু’টো দল আদালতে যাওয়ার হুমকি দিয়েছে।

অস্ট্রিয়া: ইউরোপের প্রথম দেশ যারা ট্রেনিং শুরু করেছে। তবে সরকারের কড়া নির্দেশ, দলের একজন যদি করোনা টেস্টে ধরা পড়ে তাহলে পুরো দলকে চলে যেতে হবে কোয়রান্টাইনে।

বেলারুস: ইউরোপের একমাত্র দেশ যারা করোনা আক্রান্তের সময়ও খেলা বন্ধ করেনি। একটা মাত্র ম্যাচের তারিখ অদলবদল করা হচ্ছে।

বেলজিয়াম: মৌসুম বাতিলের সিদ্ধান্ত নেয় প্রথম এই দেশ। অনেকে আশাবাদী, আবার লিগ চালু হবে। তবে সরকারের নির্দেশ, ক্রীড়াঙ্গন ৩১ জুলাই পর্যন্ত বন্ধ।

ডেনমার্ক: ডেনিশ লিগ অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২৮ মে লিগ শুরু। তবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ইউরোপা লিগের প্লে-অফ গেম হবে ২৯ জুলাই।

গ্রিস: ৫ মে থেকে ১৪টা গ্রিক সুপার লিগের দল শুরু করেছে প্র্যাকটিস। সরকারি বিধিনিষেধ মেনে। ১৪ জুন থেকে লিগ শুরু হওয়ার কথা।

নেদারল্যান্ডস: সেপ্টেম্বর পর্যন্ত ফুটবল বন্ধ রেখেছে ডাচ এফএ। লিগ তখন ছিল মাঝপথে। সম্ভবত এবারের মতো লিগ বাতিল। প্রথম পাঁচটা দল ইউরোপের ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবে।

পর্তুগাল: প্র্যাকটিসে নেমেছে রোনালদোর দেশের ক্লাবগুলো। ৩০ মে খেলা শুরু। কোনও ফুটবলার করোনা টেস্টে ধরা পড়লে আইসোলেশনে যেতে হবে।

রাশিয়া: আট রাউন্ডের খেলা বাকি। ২১ বা ২৮ জুন খেলা শুরু হচ্ছে। যথারীতি স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ক্লাবগুলো চলছে।

স্কটল্যান্ড: ৪২টা পেশাদার দল মিটিং করে জানিয়ে দিয়েছে, মৌসুম শেষ। আর লিগ চালানোর দরকার নেই।

সার্বিয়া: ৩০ মে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু। খেলা হবে ফাঁকা স্টেডিয়ামে।

সুইডেন: লকডাউনের বাধা মানেনি। ইতিমধ্যে খেলাও শুরু করে দিয়েছে।

সুইজারল্যান্ড: ১১ মে থেকে শুরু হয়েছে প্র্যাকটিস। ৮ জুন খেলা শুরু। ২৯ মে ফুটবল কর্তারা সভায় বসবেন। তারপর লিগ শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তুরস্ক: ১২ জুন থেকে লিগ শুরু। লক্ষ্য, ২৬ জুলাইয়ের মধ্যে শেষ করা। আগস্টে যেখানে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

উপরে