ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৮ মে, ২০২০ ১৬:৪৭

মাঠে ফিরে জয় দিয়েই শুরু বায়ার্নের

মাঠে ফিরে জয় দিয়েই শুরু বায়ার্নের


করোনাভাইরাসের তাণ্ডবে যখন গোটা বিশ্ব বিপর্যস্ত, তখন সকল হতাশা তাড়িয়ে জার্মানির মাঠে ফিরেছে ফুটবল। ফাঁকা গ্যালারিতেই শুরু হয়েছে স্থগিত হয়ে যাওয়া বুন্দেসলিগা। নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে লিগ জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তুলনামূলক দুর্বল ইউনিয়ন বার্লিনকে হারিয়ে লিগের শীর্ষস্থানটা আরো পোক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
করোনা-আতঙ্ক দূরে সরিয়ে বুন্দেসলিগের দ্বিতীয় দিনের ম্যাচ হল নির্বিঘ্নে। ফুটবলের মেজাজ ছিল অক্ষত। পাসিং ফুটবল দেখা গিয়েছে। জোসুয়ার কর্নার থেকে হেডে পাভার্দের গোলটি সুযোগসন্ধানীর পরিচয় দিয়েছেন। ব্যবধান বাড়ানোর কম চেষ্টা করেননি টমাস মুলাররা। কিন্তু ডিফেন্স লোক বাড়িয়ে ইউনিয়ন বার্লিন গোলের মুখ বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
এই ম্যাচে মিরোস্লাভ ক্লোসার অভিষেক হল সহকারী কোচের পদে। সে দিক থেকে ম্যাচটি গুরুত্ব অন্যরকম ছিল। লেভানডস্কি পেনাল্টি গোল ছাড়া বাকিসময়ে চেষ্টা করে গিয়েছেন। কিন্তু মার্কিং কবলে পড়ে তিনি অনেক সময় পিছিয়ে থাকলেন। বায়ার্নের হয়ে ৩৪ ম্যাচে ৪০ গোল করে ফেললেন লেভানডস্কি। আপাতত তিন পয়েন্ট ঘরে তুলে বায়ার্নের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৮। একই ম্যাচ খেলে বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫৪।
করোনার সংক্রমণে স্থগিত লিগ পুনরায় শুরু হওয়ার পর মাঠে নানা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আগের ম্যাচগুলোর মত ইউনিয়ন বার্লিনের মাঠের গ্যালারিও ছিল ফাঁকা। মাঠের বাইরে বেঞ্চের খেলোয়াড়সহ সকলের মুখেই ছিল মাস্ক।

উপরে