ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২১ মে, ২০২০ ২১:১১

বিপিএলে খেলতে চান উইলিয়ামসন

বিপিএলে খেলতে চান উইলিয়ামসন


প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের মহামারির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ বেশ জমিয়ে তুলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দেশের এবং দেশের বাইরের বড় বড় ক্রিকেট তারকারা এসে যোগ দিয়েছেন তার সঙ্গে। ধারাবাহিক লাইভ সেশনের তামিমের এবারের অতিথি ছিল নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন- জানালেন সুযোগ হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন।
তামিমের হট সিটে এবার কেন উইলিয়ামসন
তামিমের প্রশ্নের জবাবে ২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেরা ক্রিকেটার জানান, সুযোগ পেলে বিপিএলে খেলতে চান তিনি। তামিমের আহ্বানে উইলিয়ামসন সাড়া দিয়ে বলেন, ‘সময় বের করতে পারলে আমি খুবই আগ্রহী। এটা দুর্দান্ত একটি টুর্নামেন্ট। অনেক ভালো কিছু হয়ে থাকে। দেখা যাক কী হয়।’
বিপিএলে খেলা না হলেও আইপিএল ও সিপিএলে মাঠ মাতিয়েছেন এই কিউই অধিনায়ক। তারকা এই ক্রিকেটারকে ঘিরে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে থাকে দারুণ আগ্রহ। যদিও সময়-সুযোগ করতে না পারায় সমসাময়িক অন্যান্য ক্রিকেটারের চেয়ে উইলিয়ামসন ফ্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন কমই।

উপরে