ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৮ জুন, ২০২০ ২২:৫৪

ছেলের নাম জানালেন আশরাফুল

ছেলের নাম জানালেন আশরাফুল


স্পোর্টস ডেস্ক
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল গত ২৯ মে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে আশরাফুল ও আনিকা তাসনিম দম্পতির ঘর আলো করে আসে পুত্র সন্তান। নতুন এই অতিথির নাম জানিয়েছেন দেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।
আশরাফুল জানিয়েছেন, পুত্র সন্তানের নাম রাখা হয়েছে মোহাম্মদ তাওয়াফ আদভি। নাম নির্বাচনে স্ত্রী আনিকা তাসনিম অর্চির পছন্দকেও গুরুত্ব দিয়েছেন তিনি।
তিনি বলেন, তাওয়াফ নামটি রেখেছি আমি, আর আদভি রেখেছে ছেলের মা।

উপরে