করোনায় নিষেধাজ্ঞা স্বত্তেও ম্যাচে অংশ নিলেন শান্ত
মহামারি করোনার কারণে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বন্ধ রয়েছে সারাবিশ্বের সকল খেলাধুলা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। গত মার্চ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে দেশে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলা। তবে এসব কিছুর তোয়াক্কা না করেই রাজশাহীতে একটি প্রীতি ম্যাচ খেলেছেন জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটার টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
রাজশাহীর মতিহার থানার ভাল্লুক পুকুর প্রতিপক্ষ কুখুণ্ডির সঙ্গে আয়োজিত এই ম্যাচে কুখুণ্ডির পক্ষ হয়ে খেলেছেন নাজমুল হোসেন শান্ত। ১২ ওভারের এই ম্যাচে পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারের আগেই জয় পায় শান্তর দল। ওপেনিং থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন শান্ত।
জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোন অনুমতি নেননি শান্ত। তাতে বোর্ডের দেয়া নির্দেশনা ভঙ্গ হয়েছে। তাতে ডিসিপ্লিমিনারি কমিটির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে শান্তকে।
এ ব্যাপারে বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘শান্ত আমাদেরকে জানিয়ে এই খেলায় অংশ নেয়নি। আর এটা সে (নাজমুল হোসেন শান্ত) ঠিক করেনি খুবই বাজে করেছে। আমরা দেখব এই ব্যাপারে বোর্ড কী সিদ্ধান্ত নেয়।’
বিসিবির আরেক পরিচালক ও ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিকের সাথে এই বিষয়ে মন্তব্য নেয়ার জন্য যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
