আপডেট : ২৩ জুন, ২০২০ ২০:০৮
পাকিস্তানের ১০ ক্রিকেটার করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তান ক্রিকেট দলের আরও ৭ ক্রিকেটার করোনায় আক্রান্ত। এ নিয়ে পাক ক্রিকেট দলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নতুন আক্রান্তরা হলেন, ফকর জামান, ইমরান খান, কাসিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাসনাইন এবং ওহাব রিয়াজ।
এর আগে সোমবার হায়দার আলি, হারিস রউফ ও শাদাব খান করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। পিসিবির মেডিক্যাল প্যানেলের পরামর্শে এই তিন ক্রিকেটারই সেলফ আইসোলেশনে গেছেন।
