ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৭ জুন, ২০২০ ১৯:১৭

করোনা আক্রান্তদের রেখেই ইংল্যান্ড সফরে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
করোনা আক্রান্তদের রেখেই ইংল্যান্ড সফরে পাকিস্তান


স্কোয়াডের তিন ভাগের এক ভাগ খেলোয়াড়দের করোনা পজিটিভ। তাই তাদেরকে রেখেই নির্ধারিত সময়েই ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। এক বিবৃতিতে এ সফরের কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, ইসিবি।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে, পাকিস্তান ছেলেদের দল ২৮ জুন যুক্তরাজ্যে এসে পৌঁছাবে এই গ্রীষ্মে ইংল্যান্ড সফরের জন্য, যে সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি থাকবে। দর্শকশূন্য মাঠের এই সিরিজের সূচি যথা সময়ে প্রকাশ করা হবে।
ইংল্যান্ড সফরের জন্য কিছুদিন আগে ২৯ সদস্যের দল ঘোষণা করেছিল পিসিবি। সঙ্গে ১৪ জন সাপোর্ট স্টাফের নামও জানিয়েছিল তারা। বোলিং কোচ ওয়াকার ইউনুস, অলরাউন্ডার শোয়েব মালিক ও ফিজিও ক্লিফ ডিকন ছাড়া স¤প্রতি দলের বাকি খেলোয়াড় ও স্টাফদের করোনা পরীক্ষা করায় সংস্থাটি। এরপর গেল মঙ্গলবার দশ ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয় তাদের পক্ষ থেকে।
তবে পিসিবির পরীক্ষায় শনাক্ত হওয়ার পরদিন আরেকটি পরীক্ষায় নেগেটিভ ফল পেয়েছেন বলে জানান মোহাম্মদ হাফিজ। এই অভিজ্ঞ অলরাউন্ডারের ব্যক্তিগত উদ্যোগে পরীক্ষা করানোটা সহজভাবে নেওয়া হয়নি। বোর্ডের প্রটোকল ভাঙায় তাকে তিরস্কার করেছে পিসিবি।
আক্রান্তদেরও অবশ্য সুযোগ রয়েছে পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেওয়ার। গতকাল শুক্রবার তাদের দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করা হয়েছে। আগামী সোমবার হবে তৃতীয় দফা পরীক্ষা। যারা দুটি পরীক্ষায় পজিটিভ হবেন, তারা পাবেন সফরে যাওয়ার ছাড়পত্র।
উল্লেখ্য, আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে ও জৈব সুরক্ষিত পরিবেশে।

উপরে