ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২ জুলাই, ২০২০ ১২:৩৯

চলে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি এভারটন উইকস

চলে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি এভারটন উইকস

 

অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যার এভারটন উইকস গত বছরের জুনে হার্ট অ্যাটাক করেন। সেই থেকেই অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত বুধবার মৃত্যুর কাছে হার মানলেন তিনি। বারবাডোজে নিজ বাড়িতে মারা গেছেন ৯৫ বছর বয়সী সাবেক এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উইকস ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ‘থ্রি ডব্লিউ’ এর শেষ জীবিত সদস্য। অন্য দু’জন স্যার ক্লাইড ওয়ালকট ও স্যার ফ্রাঙ্ক ওরেল। তারাও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অনেক আগেই। ১৯৪৮ সালের শুরুর দিকে তিন সপ্তাহের মধ্যে টেস্ট অভিষেক হয়েছিল এ তিনজনের।
তিনজনের মধ্যে সেরা ব্যাটসম্যান ছিলেন উইকস। ১৯৪৮ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি সেঞ্চুরি করেছিলেন টানা পাঁচ টেস্ট ইনিংসে, যা এখনও বিশ্ব রেকর্ড হিসেবে টিকে আছে। এছাড়া ষষ্ঠ ইনিংসে আম্পায়ারের ভুলে ৯০ রানে রান আউট হয়েছিলেন তিনি।
টেস্টে উইকস এক হাজার রান ছুঁয়েছিলেন মাত্র ১২ ইনিংসে। এটিও হার্বার্ট সাটক্লিকের সঙ্গে যৌথভাবে বিশ্ব রেকর্ড। সব মিলিয়ে ৪৮ টেস্টে ৫৮.৬১ গড়ে রান করেছেন ৪ হাজার ৪৫৫। ১৯৯৫ সালে পান ‘নাইটহুড’ উপাধি।

উপরে