ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৪ আগস্ট, ২০২০ ১৭:৪৬

‌বাংলাদেশ বা ছোট দল হারিয়ে উল্লসিত হওয়া পাকিস্তানের জন্য লজ্জার ব্যাপার

নিজস্ব প্রতিবেদক
 ‌বাংলাদেশ বা ছোট দল হারিয়ে উল্লসিত হওয়া পাকিস্তানের জন্য লজ্জার ব্যাপার


সাবেক পাকিস্তানি অধিনায়ক আমির সোহেল। ইংল্যান্ড সফরে পাকিস্তানের পারফরম্যান্সে তিনি হতাশ। দলের কোচিং স্টাফের সমালোচনা করে তিনি বলেছেন, ‌‌‘আপনাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে, পয়সা পাচ্ছেন কাজের জন্য, সেটির ন্যায্যতা প্রমাণ করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন ধরে পাকিস্তান দলের সঙ্গে যারা আছে (কোচিং স্টাফে), দেখানোর মতো তাদের কিছুই নেই।’
নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় রোববার বাংলাদেশ সিরিজের দিকে ইঙ্গিত করে সোহেল  বলেন, ‘বাংলাদেশ বা ছোট দলগুলোর বিপক্ষে জিতে… অবশ্য বাংলাদেশকে এখন আর ছোট দল বলা যায় না, ভালো হয়ে গেছে… এদের বিপক্ষে জিতে আনন্দে মাতলে (উল্লসিত) তা লজ্জার ব্যাপার। সবাইকে নিজের দায়িত্ব পালন করতে হবে। আমাদের ক্রিকেট এগোচ্ছেই না। আধ কদম এগোলে ছয় কদম পেছনে চলে যায়।’
ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্ট শেষে সিরিজে পিছিয়ে আছে পাকিস্তান। চলতি শেষ টেস্টেও ফলো অনে পড়ে তারা লড়ছে ইনিংস পরাজয় এড়াতে। ইংল্যান্ড সফরের আগে এ বছর বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান, বড় ব্যবধানে জিতে একটি টেস্টে।

উপরে