ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২০ ২০:৩৪

করোনাকে ভয় নয়, নিজের উপর আস্থা রাখছেন ধাওয়ান

করোনাকে ভয় নয়, নিজের উপর আস্থা রাখছেন ধাওয়ান


করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজের শরীরের উপর আস্থা রাখছেন শিখর ধাওয়ান। দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি ওপেনার বলেছেন, ‌নিজের শরীরের উপর পূর্ণ ভরসা রয়েছে। খেলার ব্যাপারে তাই কখনই আতঙ্কিত হয়ে পড়িনি। আমি জানি যে এরপরও আমার কোভিড হতে পারে। তবে আমি লড়তে পারি তার বিরুদ্ধে।
ধাওয়ান অবশ্য একইসঙ্গে জানিয়ে দিয়েছেন , ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দেওয়া সমস্ত গাইডলাইন মেনে চলছে তার দল। শিখরের কথায়, ‌আমরা সুরক্ষার যাবতীয় নিয়ম মেনে চলছি। এর মধ্যে প্রায় আট-নয় বার কোভিড টেস্ট করে ফেলেছি সবাই।‌ 
আইপিএল আয়োজনের জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন শিখর। তিনি বলেছেন, ‌আমাদের একটা নির্দিষ্ট ব্যাজ পরে থাকতে হচ্ছে। আমাদের যাতায়াত নিয়ন্ত্রিত থাকছে। এই পরিস্থিতিতেও বিসিসিআই যে আইপিএল আয়োজন করছে, তা বিশাল বড় ব্যাপার।‌ 
এই আবহে আইপিএল খেলার সুবিধা-অসুবিধা কী? শিখর বলেছেন, ‌সফর কম হওয়ার ফলে ক্লান্তি হবে কম। দ্রুত শরীর তরতাজা হয়ে উঠবে। কিন্তু কোনও ক্রিকেটারের খারাপ সময় চললে মন অন্যদিকে দেওয়ার কোনও উপায় থাকবে না। আমাদের সবাইকে তাই মানসিকভাবে শক্তপোক্ত থাকতে হবে। 
এবার কেমন খেলবে দিল্লি ক্যাপিটালস? শিখর বলেন, আমাদের দল খুব ব্যালান্সড। কাপ জেতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। গত বছর শ্রেয়াস আইয়ার খুব ভাল নেতৃত্ব দিয়েছিল। এবার দলে অজিঙ্ক রাহানে এসেছে, রবিচন্দ্রন অশ্বিন এসেছে। ওরা দু’জনেই অভিজ্ঞ। আমাদের ব্যাটিং গভীরতা রয়েছে। স্পিন বিভাগেও রয়েছে গভীরতা, যার ফলে পরের দিকে উইকেট ভাঙলে সেই সুবিধা নেওয়া যাবে। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের সবাইকে ভাল খেলতে হবে।

উপরে