ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০ ১৮:৪৫

ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: মেসুত ওজিল

ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: মেসুত ওজিল


আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম-ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ মন্তব্যের পর থেকে এর প্রতিবাদ জানাচ্ছে মুসলিম দেশ গুলো। এবার সেই বিতর্কিত মন্তব্যের সমালোচনা করে টুইট করেছেন আর্সেনালের জার্মান ফুটবলার মেসুত ওজিল।
শুক্রবার টুইট বার্তায় ওজিল লেখেন, ‘ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।’
তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, 'যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করল, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল (আল-কোরআন, সুরাহ মায়েদা, আয়াত-৩২)।

উপরে