ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২ নভেম্বর, ২০২০ ১৬:৪৯

মেসির সঙ্গে মানিয়ে চলা কঠিন: সেতিয়েন

নিজস্ব প্রতিবেদক
মেসির সঙ্গে মানিয়ে চলা কঠিন: সেতিয়েন


চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ হারের জেরে বার্সেলোনা ম্যানেজারের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন কিকে সেতিয়েন। এ বার তিনি চাঞ্চল্যকর অভিযোগ করলেন লিওনেল মেসির বিরুদ্ধে।
একটি স্পেনীয় পত্রিকায় ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের কোচ ভিসেন্তে দেল বস্কিকে দেওয়া সাক্ষাৎকারে সেতিয়েন বলেছেন, “মেসির সঙ্গে মানিয়ে চলা কঠিন।” মেসিকে সর্বকালের সেরা ফুটবলারের আখ্যা দেওয়া প্রাক্তন বার্সা ম্যানেজার আরও বলেছেন, “ও বেশি কথাবার্তা বলতে পছন্দ করে না। তবে হাবেভাবে বুঝিয়ে দেয় যে, ওর পছন্দ মতোই চলতে হবে সকলকে। বার্সার কর্মকর্তারাও মানিয়ে চলতে পারেননি ওর সঙ্গে। আমি কী করে ওর মানসিকতা বদলাতে পারি? আমাকে খুব সমস্যায় পড়তে হয়েছিল।”
স্বস্তিতে নেই বর্তমান ম্যানেজার রোনাল্ড কোমানও। চলতি লা লিগায় বার্সেলোনা টানা চতুর্থ ম্যাচে জয় পেল না। শনিবার ৩১ মিনিটে রিয়োখার গোলে এগিয়ে যায় আলাভেস। ৬৩ মিনিটে আঁতোয়া গ্রিজম্যান সমতা ফেরান। মেজাজ হারিয়ে রেফারিকে লক্ষ্য করে বল ছোড়ার জন্য হলুদ কার্ড দেখেন মেসি।

উপরে