ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১২ নভেম্বর, ২০২০ ১৭:০০

কালীপূজা উদ্বোধন করতে কলকাতায় গেলেন সাকিব


কালীপূজা উদ্বোধন করতে কলকাতায় গেলেন সাকিব


যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতায় একটি পূজা মন্ডপে কালীপূজা উদ্বোধন করার কথা রয়েছে সাকিবের।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি।
ভারতে প্রবেশের পূর্বে সাকিব বেনাপোল কাস্টমস হাউজে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত কাস্টমস কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভারতের পূজা মন্ডপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক পরেশ পাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতায় আসবেন সাকিব। সন্ধ্যায় পূজা উদ্বোধন করেই আবার ঢাকায় ফিরে যাবেন তিনি। 

উপরে