ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০ ২১:১৫

জিতলে খুবই ভালো, হারলে সবাই পকপক করবে: জামাল ভূঁইয়া

জিতলে খুবই ভালো, হারলে সবাই পকপক করবে: জামাল ভূঁইয়া


বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সফরকারী নেপালকে ০-২ গোলে উড়িয়ে দিয়ে ৮ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দীর্ঘ ৫ বছর পর নেপালের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায় নেপালের বিপক্ষে জয় লাভ করে বাংলাদেশ।
আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে জামাল ভূঁইয়াদের। তবে বাংলাদেশ অধিনায়ক চান, এই ম্যাচেও জিততে।
সোমবার অনুশীলন শেষে সাংবাদিকদের জামাল ভূঁইয়া বলেন, 'আগের ম্যাচে প্রথমার্ধ ভালো ছিল। দ্বিতীয়ার্ধে আমি ১০/১৫ মিনিট খেলছি। প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে কষ্ট করতে হয়েছে। আমাদের শুধু প্রথমার্ধে ভালো খেললে চলবে না, দুই অর্ধেই ভালো খেলতে হবে। আগামীকাল সেটাই আমাদের লক্ষ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল কেমন খেলেছে। সে হিসেবে প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি।'
তিনি আরও বলেন, আগামীকালকে ম্যাচটি ফাইনালের মতো। জিতলে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো। হারলে সবাই পকপক করবে। সুতরাং আমাদের জিততেই হবে।' 
আগের ম্যাচের ভুল নিয়ে তিনি বলেন, 'মিস পাস তো হতেই পারে। আট মাস পর ফুটবল খেলেছি। আমরা জিতেছি। একটু খুশি থাকেন। হারলে না হয় সমালোচনা করবেন। ফলাফলটাই আসল।'

উপরে