ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০ ১৭:১৫

এই বার্সাকেই দেখতে চান কোমান

অনলাইন ডেস্ক
এই বার্সাকেই দেখতে চান কোমান

দুঃসময় কি তবে পেছনে ফেলল বার্সেলোনা। লিওনেল মেসির দল কাল রাতে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। প্রথমে পিছিয়ে পড়েও পাওয়া এই জয়ে বার্সেলোনা লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকেও সরিয়ে দিয়েছে সোসিয়েদাদকে।

বার্সার জয় আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠিয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদকে। আতলেতিকো, রিয়াল মাদ্রিদ ও সোসিয়েদাদ—তিন দলেরই সমান ২৬ পয়েন্ট হলেও আতলেতিকো শীর্ষে উঠেছে গোল–পার্থক্যে। অন্যদিকে, কাল রাতের পাওয়া জয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে বার্সা।

ন্যু ক্যাম্পে ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান জোসে ২৭ মিনিটে এগিয়ে দিয়েছিলেন সোসিয়েদাদকে। চার মিনিট পর জর্দি আলবার গোলে সমতা আনে বার্সা। মধ্যবিরতির কিছু আগেই বার্সেলোনা এগিয়ে যায় আলবার ক্রস থেকে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দিয়েছিলেন রেফারি। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলের সংকেত দেন।

উপরে