ডুবন্ত জাহাজের পলাতক নাবিক কোহলি'!
আগে থেকেই ঠিক করা ছিল যে, অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কারণ তাদের প্রথম সন্তান জানুয়ারির শুরুতেই পৃথিবীতে আসতে যাচ্ছে। কিন্তু টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬ রানে অল-আউটের লজ্জা পাওয়ায় সব হিসাব উল্টে গেছে! দেশে ফেরার বিমানে উঠেছেন বিরাট কোহলি, কিন্তু অনেকেই তার এই ফিরে আসাকে ভালো চোখে দেখছেন না। সাবেক ভারতীয় ক্রিকেটার দিলীপ দোশি তো কোহলিকে একহাত নিয়েছেন।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে সর্বাধিক রানের ইনিংস খেলেছিলেন কোহলি। দ্বিতীয় ইনিংসে তিনিও ছিলেন ব্যর্থ। এই লজ্জাজনক পরিণতির পর বাকি তিন টেস্ট কোহলিকে ছাড়া কীভাবে খেলবে ভারত, তা নিয়ে দুশ্চিন্তা আছে। দিলীপ দোশি তাই বলেছেন, 'আমার কাছে ভারতের অধিনায়কত্ব করাই আমার মনে সবচেয়ে গুরুত্ব নিয়ে থাকত। এই দলটা একটা ডুবন্ত জাহাজ। এই সময়টাতেই দলের তাদের অধিনায়ককে সবচেয়ে বেশি দরকার।'
দোশির চোখে ভারত এখন একটা ডুবন্ত জাহাজ, আর কোহলি সেটি ছেড়ে পালানো নাবিক! কোহলির উচিত ছিল দলের এই অবস্থা দেখে ছুটি বাতিল করে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়া। তবে অনেকের চোখে, পরিবারই সবার আগে আর ক্রিকেট দিনশেষে স্রেফ একটা খেলা। সেটির চেয়ে সন্তানের জন্মের সময়ে পাশে থাকার মতো জীবনের গুরুত্বপূর্ণ সময়ের দাবি অনেক বেশি। কোহলির পিতৃত্বকালীন ছুটি যখন মঞ্জুর হয়েছিল, তখন কে জানত, প্রথম টেস্টে এভাবে লজ্জার রেকর্ডের মুখোমুখি হবে ভারত?
