ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:০৫

প্রথম সেশনে চাপে ক্যারিবীয়রা

অনলাইন ডেস্ক
প্রথম সেশনে চাপে ক্যারিবীয়রা

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে কিছুটা চাপে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান নিয়ে শেষ করলেও তৃতীয় দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন তাইজুল।

তৃতীয় দিনের শুরুতে তাইজুলের আঘাতে ব্র্যাথওয়েট ও বনারের জুটি এগোতে না পারলেও মেয়ার্স কল্যাণে ভালোই এগোচ্ছিলো সফরকারীরা। শান্তও ক্যাচ মিস ও জীবন ফিরে পাওয়া সেই মেয়ার্স খেলতে থাকেন একের পর এক শট। রানের চাকাও ঘুরতে থাকে দ্রুত। ৪৯ রানে দিন শুরু করা অধিনায়ক ব্র্যাথওয়েটও এগোতে থাকেন স্বচ্ছন্দে। তাদের জুটি অর্ধশতকে পৌঁছায় মাত্র ৬৫ বলেই।

তবে তাদের জুটিকে ৫৫ রানের মাথায় থামান নাঈম। অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করা বল দারুণ এক টার্ন নিয়ে সরাসরি আঘাত হানে স্ট্যাম্পে। ১২ চারে ১১১ বলে ৭৬ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক ব্র্যাথওয়েট। ১০ ওভার না যেতেই দলীয় সংগ্রহে মাত্র ২৪ রান যোগ হতেই ফেরেন মেয়ার্সও। ক্যারিবীয় শিবিরে এবারের আঘাত মেহেদী হাসান মিরাজের। মিরাজের এলবিডাব্লিউতে ৬৫ বলে ৪০ রান করা মেয়ার্স।

সাগরিকার উইকেট এখন পর্যন্ত ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলছে। ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট। গতকাল দিন শেষে এমনটাই বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। উইকেটের ব্যাটিং সখ্য কাজে লাগিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর টপকে যাওয়ার আশাও করেছে উইন্ডিজরা। তবে স্বাগতিকদের স্পিন ঝড়ে সে লক্ষ্যে টিকে থাকতে পারেনি সফরকারীরা। শেষ খবর পাওয়া তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৬২ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ১৮৯ রান।

উপরে