ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৯ এপ্রিল, ২০১৮ ১৩:৩৯

মাহিন্দ্রোর স্মার্ট ইলেকট্রিক স্কুটার

অনলাইন ডেস্ক
মাহিন্দ্রোর স্মার্ট ইলেকট্রিক স্কুটার

এই প্রথম ইলেকট্রিক স্কুটার আনছে মাহিন্দ্রো। গেনজে মডেলের এই স্কুটারটি নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। এর প্রোটোটাইপ ভার্সন বর্তমানে সড়কে চলছে। প্রতিষ্ঠানটি চাইছে শিগগিরই এই স্কুটার বাণিজ্যিকভাবে উৎপাদন করতে।

মাহিন্দ্রোর ইলেকট্রিক স্কুটার দেখতে অন্য সব স্কুটারের চেয়ে কিছুটা আলাদা। এর ডিজাইনে বৈচিত্র্য রয়েছে। কমিউটার হিসেবে এটি আদর্শ। 

স্কুটারটি অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি। এটাকে স্মার্ট ইলেকট্রিক স্কুটার বলা যায়। কেননা, এক স্মার্ট কানেকটিভিটি অপশন রয়েছে। এতে আছে কালার স্ক্রিন সমৃদ্ধ ডিসপ্লে। রয়েছে জিপিএস ট্রেকিং, রাইড মোডস ইত্যাদি। 

এর সুপরিসর ফ্রন্ট হুইল এবং হ্যান্ডেলবার একে করেছে আরামদায়ক। স্কুটারটিতে মালমাল বহন করা যাবে। একে কার্গো স্কুটার হিসেবেও ব্যবহার করা যাবে। 

স্কুটারটিতে আছে ২ কিলোওয়াট আওয়ারের ২৪ ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। এর মোটর ২ বিএইচপি এবং ১০০ এনএম টর্ক উৎপাদন করতে পারে। 

এক চার্জে এটি ৪৮ কিলোমিটার পথ চলতে পারবে। এর টপ স্পিড ৪৮ কিলোমিটার।

উপরে