ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮ ১০:৩৮

নতুন মটো ফোন

ভোরের বাংলা ডেস্ক
নতুন মটো ফোন

নতুন ফোন আনছে লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা। ফোনটির মডেল মটোরোলা ওয়ান। এটি এন্ট্রি লেভেলের ফোন। এতে ৫.৮৬ ইঞ্চির ডিসপ্লে এবং ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে।  

সম্প্রতি গিকবেঞ্জে ফোনটি তালিকাভূক্ত হয়েছে। এই ফোনটিকে টিইএনএএ-তেও পাওয়া গেছে। এর মডেল নম্বর এক্সটি১৯৪১-২।

ফোনটিতে থাকছে ৫.৮৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৫২০x৭২০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।

ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। এটি ৩, ৪ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। এর স্টোরেজ যথাক্রমে ৩২ ও ৬৪ জিবি। 

ছবির জন্য ফোনটিতে থাকছে ১৩ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপের জন্য এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। 

এটি বাজারে আসলে ১৫ থেকে ২০ হাজার টাকায় ফোনটি কেনা যাবে। 

উপরে