ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৮ ১১:০১

দেশে অপো এফ নাইনের বিক্রি শুরু

ভোরের বাংলা ডেস্ক
দেশে অপো এফ নাইনের বিক্রি শুরু

দেশের বাজারে অপোর নতুন ফ্লাগশিপ ফোন এফ নাইনের বিক্রি শুরু হলো। ১ সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে অপোর শোরুমে ফার্স্ট সেল উদ্বোধন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর

সেলফি এক্সপার্ট এন্ড লিডার অপো, সম্প্রতি উন্মোচিত অসাধারণ সব ফিচারসম্পন্ন অপো এফ নাইন হ্যান্ডসেটের ফার্স্ট সেল শুরু করেছে। 

নতুন উন্মোচিত এই এফ নাইন হ্যান্ডসেটে রয়েছে ভিওওসি ফ্ল্যাশ চার্জিং সুবিধা, যার মাধ্যমে মাত্র পাঁচ মিনিট চার্জ দিয়ে দুই ঘণ্টা কথা বলা যাবে। এটি গ্র্যাডিয়েন্ট কালার ডিজাইন ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন। 

গ্রাহকদের অনন্য অভিজ্ঞতা দিতে অপোর উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতাকে কাজে লাগিয়ে এফ নাইন হ্যান্ডসেটটি সাজানো হয়েছে। ৪ জিবি র‌্যাম সম্পন্ন এফ নাইনের মূল্য ২৮ হাজার ৯৯০ টাকা এবং ৬ জিবি র‌্যাম সম্পন্ন এফ নাইনের মূল্য ৩১ হাজার ৯৯০ টাকা। 

এই হ্যান্ডসেটি গ্র্যাডিয়েন্ট কালার- সানরাইজ রেড, টুয়ালাইট ব্লু এবং স্ট্যারি পার্পল রঙে দেশব্যাপি বিভিন্ন স্টোরে পাওয়া যাচ্ছে

উপরে