ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৮ ১২:২৯

এইচটিসির ফাইভ জি ফোন

ভোরের বাংলা ডেস্ক
এইচটিসির ফাইভ জি ফোন

ফাইভ জি কানেকটিভি সমৃদ্ধ ফোন আনছে এইচটিসি। মডেল এইচটিসি ফাইভ জি ফ্লাগশিপ। ৮ জিবি র‌্যামের এই ফোনে কোয়ালমের শক্তিশালী প্রসেসর ব্যবহৃত হয়েছে। 

ফোনটিতে কোয়ালমের ৮৫৫ চিপসেট এবং ফাইভ জি মডেম সমৃদ্ধ ৭ এনএম-এর ফিনফিট চিপসেট ব্যবহার করা হয়েছে। যা টিএসএমসি’র তৈরি।

ফাইভ জি কানেকটিভিটিতে ফোনটিতে ২ জিবিপিএস থেকে ৪ জিবিপিএস ডাটা ট্রান্সফার স্পিড পাওয়া যাবো

এইচটিসির নতুন ফ্লাগশিপ ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির সুপার এলসিডি সেভেন টাচস্ক্রিন ডিসপ্লে। এতে কিউএইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস সিক্স প্রটেকশন।  

৬ জিবি ও ৮ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। ৬ জিবি র‌্যামের সঙ্গে থাকবে ১২৮ জিবি রম। ৮ জিবির র‌্যামের ফোন মিলবে ২৫৬ জিবি রমে। 

ফোনটিতে দুইটি রিয়ার এবং দুইটি ফ্রন্ট ক্যামেরা থাকবে। ব্যাকআপের জন্য এতে ৩৯২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে। 

৪০০ থেকে ৪৫০ ডলারে ফোনটি পাওয়া যাবে। 

উপরে