ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:২০

নকিয়ার মনস্টার ফোন ‘এন ম্যাক্স’

ভোরের বাংলা ডেস্ক
নকিয়ার মনস্টার ফোন ‘এন ম্যাক্স’

নকিয়ার এন ম্যাক্স নিয়ে দীর্ঘদিন ধরে প্রযুক্তি বাজারে গুঞ্জণ শোনা যাচ্ছে। এবার সেই গুঞ্জণের আগুনে ঘি ঢাললো নতুন এক প্রতিবেদন। প্রাইজপ্রোনি নামের একটি টেক পোর্টালের এক প্রতিবেদন বলছে, এই বছরেই বাজারে আসবে নকিয়া এন ম্যাক্স। প্রতিবেদনে ফোনটির কনফিগারেশনও প্রকাশ করা হয়েছে। 

প্রতিবেদনের তথ্য মতে, নকিয়া এন ম্যাক্সে ৮ জিবি র‌্যামে বাজারে আসবে। এতে থাকবে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা।  

নকিয়া এন প্লাস বাজারে পাওয়া যাবে ৫.৫ ইঞ্চির অ্যামোলিড টাচস্ক্রিন ডিসপ্লেতে। এর রেজুলেশন হবে ১৪৪০×২৫৬০ পিক্সেলের।

ফোনটি কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরে চলবে। 

ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে।    

এর রিয়ার ক্যামেরা ৪১ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ২৪ মেগাপিক্সেলের। ব্যাকআপের জন্য আছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।

অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ফোরজি কানেকটিভিটি পাওয়া যাবে। বাজারে আসলে এর দাম হবে সর্বোচ্চ ৯০০ ডলার।

উপরে